বউয়ের সাথে ঝগড়া করে পার পেয়েছে এমন নর পাওয়া হয়তো পৃথিবীতে দুর্লভ। এমনই এক ঘটনা ঘটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে। ভিয়েতনাম সফরের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিট ম্যাকরনের মধ্যে বাধে ঝগড়া, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টিয়াল বিমানের দরজা দিয়ে ম্যাকরনকে দেখা যাচ্ছে। হঠাৎ ব্রিজিট দ্রুত হাত উঠিয়ে প্রেসিডেন্টের মুখের দিকে একটি ধাক্কা-সদৃশ আচরণ করেন। কয়েক সেকেন্ডের মধ্যেই স্ত্রী ব্রিজিটের হাত সবার নজরে আসে। এরপর হাত দুটি ফ্রান্সের প্রেসিডেন্টের মুখের দিকে তুলে ধরেন।
বউয়ের মার খেয়ে ম্যাকরনের বিস্মিত ভাব দেখান, পরে ক্যামেরার দিকে হাত নেড়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি স্ত্রীর হাত ধরার চেষ্টা করলে, ব্রিজিট স্পষ্টভাবে তা এড়িয়ে হ্যান্ডরেল ধরেন।