যুক্তরাষ্ট্রের ডালাসে একটি প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ভারতীয় একটি পরিবারের দুইশিশু সহ চারজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে। হায়দ্রাবাদের এই পরিবারটি ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। খবর এনডিটিভি
নিহতরা হলেন, তেজস্বিনী এবং শ্রী ভেনকত ও তাদের দুই সন্তান। পরিবারটি গত সপ্তাহে আটলান্টাতে তাদের এক আত্মীয়র সঙ্গে দেখা করে ডালাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
ডালাসের গ্রিন কান্টিতে সড়কের ভুল পাশ দিয়ে একটি মিনি ট্রাক আসলে তাদেরকে বহন করা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়িটি আগুন ধরে যায় এবং ভেতরে আটকা পড়ে তাদের মৃত্যু হয়।
গাড়িতে আগুনের ফলে সবাই পুড়ে ছাই হয়ে যায়। পরে তাদের হার উদ্ধার করে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।
কর্মকর্তা জানিয়েছেন, শোকাহত পরিবারের কাছে তাদের পোড়া অংশ ফেরত পাঠাতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।