Sunday, July 20, 2025

এসএসসি ও সমমানের ফলাফল ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

আরও পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার একদিকে যেমন অনেক প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, অন্যদিকে ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি—যা সত্যিই উদ্বেগজনক।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের মোট ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  ছাত্রী মোটা না চিকন হয়েছে দেখতে ইমোতে কল দেন ইবি শিক্ষক!

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় দেশের ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ৯৮৪টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, অর্থাৎ কারোও ফল ফেল হয়নি। এটাই যেখানে আশার আলো, সেখানে হতাশার জায়গা হলো—১৩৪টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। এই সংখ্যাটা শিক্ষা ব্যবস্থার মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ফলাফল জানতে আগ্রহীদের জন্য জানানো হয়েছে, শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি, মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। তবে শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্রে ফলাফল প্রকাশ করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্রগুলোকে সরাসরি ওয়েবসাইট থেকেই ফল ডাউনলোড করতে হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ