Monday, July 21, 2025

৭ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল যে শিক্ষাবোর্ডে

আরও পড়ুন

গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফলের রেকর্ড করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। এবারে এই বোর্ডে পাসের হার ৬৭.০৩ শতাংশ, যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারে এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮৫ হাজার ৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন। ৬৭ দশমিক শূন্য ৩ শতাংশ পাশের হারের মধ্যে ছাত্রীর পাশের হাপর ৬৯ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রদের পাশের হাজার ৬৪ দশমিক ৩৮ শতাংশ।

আরও পড়ুনঃ  হাত-পা ছাড়াই জন্ম নেওয়া সেই লিতুন জিরার এসএসসিতেও চমক

এবারে এই শিক্ষাবোর্ডের অধীনে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি, গত বছর যা ছিল চারটি। আর শতভাগ পাসকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি, গত বছরে যা ছিল ৭৭টি।
এছাড়াও গত বছরে এই শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ২০২২ সালে ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ, ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ, ২০২০ সালে ছিল ৮২ দশমিক ৭৩ শতাংশ এবং ২০১৯ সালে ছিল ৮৪ দশমিক ১০ শতাংশ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ