Friday, July 18, 2025

চুল ছোট করতে বলায় স্কুলের অধ্যক্ষকে খুন করলো দুই শিক্ষার্থী

আরও পড়ুন

চুল ছোট করে কাটতে বলায় ভারতের হরিয়ানায় একটি স্কুলের অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ওই অধ্যক্ষ যখন তাদের চুল ছোট করাসহ নিয়মশৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন, তখনই তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। বিষয়টি পুলিশ তদন্ত করলেও, দুই শিক্ষার্থীকে এখনও গ্রেপ্তার করা হয়নি। খবর এনডিটিভি

বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হিশার্স বাস বাদশাপুর গ্রামে অবস্থিত কারতার মেমোরিয়াল সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ৫০ বছর বয়সী জাগবীর সিংকে খুন করা হয়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুরো স্কুল জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  নামাজরত অবস্থায় আ.লীগ নেতার মাকে কুপিয়ে জখম, বাড়িতে লুটপাট

এ ঘটনার পরই স্থানীয় পুলিশ স্কুলটি পরিদর্শন করার কথা জানিয়েছে। হাসনির পুলিশ পরিদর্শক যশবর্ধন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই অধ্যক্ষ প্রায়ই অভিযুক্ত শিক্ষার্থীদের চুল ছোট করা, যথাযথভাবে স্কুলের পোশাক পরিদান করা এবং নিয়ম কানুন মেনে চলার জন্য সতর্ক করতেন।

আরও পড়ুন: পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে চক্রান্ত, স্পষ্ট করলেন মন্ত্রী
পুলিশ জানায়, এতে ওই শিক্ষার্থী দুজন ক্ষিপ্ত হয়ে ভাজ করা ছুরি নিয়ে এসে জাগবীর সিংকে একাধিকবার হামলা করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তিনি মারা যান। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ঘটনার পরই দুই শিক্ষার্থী পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় এদের মধ্যে একজনকে ভাজ করা ছুরিটি ছুড়ে ফেলতে দেখা গেছে। ঘটনার পরই স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও কর্মীরা ওই অধ্যক্ষকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  বাবার নাম পরিবর্তন করেও রক্ষা পেলেন না ডালিম

যশবর্ধন বলেন, দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়নি। তবে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ