Sunday, July 20, 2025

এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত হলেন যে কারণে

আরও পড়ুন

‘অসদাচরণ’ ও ‘পলায়ন’র অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রাইসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা ও জনস্বার্থে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা অপরিহার্য ও যৌক্তিক বিবেচিত হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তানজিনা রাইস সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  রেজিস্ট্রেশন খরচ কমলো ২০২৫ থেকে, জমি রেজিস্ট্রিতে লাগবে যত টাকা

এর আগে, কর্মস্থলে টানা চার মাসের বেশি সময় অনুপস্থিত থাকার অভিযোগে আরও দুইজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ