Saturday, July 19, 2025

জিপিএ-৫ পেলো বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা

আরও পড়ুন

এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী জাইমা জারনাস তানিশা। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কমলা পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তানিয়া ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ ফলাফল অর্জন করে।

সে ঘাটাইল ক্যান্টনমেন্টে প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ‌‘প্রয়াস’-এ শিশুশ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তানিশার এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, পরিবার ও এলাকাবাসী।

তানিশার বাবা জামালপুর জেলার দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন। মা ঘাটাইলের কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। 

আরও পড়ুনঃ  চতুর্থ বিয়ে করতে তৃতীয় স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ভুয়া সনদ নিলেন স্বামী

বিউটি বলেন, তানিশা ছোটবেলা থেকেই মেধাবী। সে কথা বলতে না পারলেও ইশারা বুঝতে পারে। মেয়ের এমন ফলাফলে খুশি তিনি। জিপিএ-৫ পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বিউটি।

ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তানিশা অনেক নম্র ও ভদ্র একজন মেয়ে। তার অনেক চেষ্টা ছিল। শিক্ষকরাও আন্তরিক ছিলেন তার প্রতি। তানিশার এমন ফলাফলে সকলেই আনন্দিত।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ