Thursday, July 24, 2025

হাসিনা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়নি’ কামালের চাঞ্চল্যকর মন্তব্য

আরও পড়ুন

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনকে ঘিরে যখন দেশ ছাপিয়ে পুরো বিশ্বজুড়ে খুনি হাসিনাকে নিয়ে আলোচনা তুঙ্গে তখনই সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি ও হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাওয়া। সব মিলে আওয়ামী লীগের খেল খতম হওয়ার পর্যায়ে আবারো প্রকাশ্যে ফ্যাসিস্ট হাসিনার দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি কল রেকর্ড। ২৪ এর গণঅভ্যুত্থানের সময় হাসিনার দেওয়া মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ ও আইজিপি মামুনের স্বীকারোক্তি সব গুলো বিষয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এই ফ্যাসিস্ট।

অষ্ট্রেলিয়ান প্রবাসী সাংবাদিক ফজলুল বারীকে দেওয়া এক সাক্ষাৎকারের সেই কল রেকর্ড ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমজুড়ে। যেখানে সাক্ষাৎকারের শুরুতে এই সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, বিবিসির প্রতিবেদন প্রসঙ্গে। ২৪ এর গণঅভ্যুত্থানের সময় হাসিনার মরণাস্ত্র ব্যবহারের যে নির্দেশনা দেওয়া কল রেকর্ড এর সত্যতা পেয়েছে বিবিসি সেটিকে কামাল দাবি করে বসলেন এআই দ্বারা নির্মিত বলে। শুধু এতটুকুই নয় তার দাবি হাসিনা যদি এমন কোন নির্দেশনা দিতেন তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি জানতেন। তার জানামতে হাসিনা এমন কোন নির্দেশনা দেননি।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর লোগো সম্বলিত যানবাহনে রাজনৈতিক দলকে পরিবহন প্রসঙ্গে সুস্পষ্ট বার্তা

এই ফ্যাসিস্টের দাবি অনুযায়ী, পুলিশ তখন নিজে থেকেই মরণাস্ত্র ব্যবহার করেছে নিজেদের রক্ষায় আর সম্পদ রক্ষায়। তার কথানুযায়ী পুলিশের নিয়ম শৃঙ্খলা বইতেই এটি নিদেশিত আছে। এরপর সাংবাদিক ফজলুল বারী তাকে প্রশ্ন করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তি ও ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে রাজসাক্ষী হওয়ার বিষয়ে। বিষয়টি নিয়ে ফ্যাসিস্ট কামাল বলেন, ‘হয়েছে তো কি করার আছে? যার যার জান বাঁচাতে হয়েছে।’

ফ্যাসিস্ট কামাল এসময় আরও বলেন, ‘তারা তো অনেক মিথ্যাচার করছে, সাজাচ্ছে। যার সাথে বাস্তবতার কোন মিল নেই।’ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়েছে তারা এটাকে কিভাবে ফেস করবেন জানতে চাইলে উত্তরে ফ্যাসিস্ট কামাল জানান, ‘ফেস করার কি আছে? তারা আমাদের কোন উকিল যেতে দিচ্ছে না।’

আরও পড়ুনঃ  নদীতে নিখোঁজ স্কুলছাত্রী, লাইভ করার সময় ঘটল চাঞ্চল্যকর ঘটনা

এসময় প্রবাসী এই সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে এসব বিচারকার্য নিয়ে ভারত কোন হস্তক্ষেপ করবে কি না? এ বিষয়ে ফ্যাসিস্ট কামাল জানান, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। আর নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে ভারত সব সময় তাদের পক্ষে থাকবে বলেও দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ