বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া ব্যক্তিগত কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি তার পদত্যাগের কথা জানান।
পোস্টে রাব্বি মিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখা কমিটি’র সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিগত কয়েক বছর ধরে আমি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং এই সময়ে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘নীতিবহির্ভূত কার্যক্রম’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি লেখেন, ‘সাম্প্রতিক সময়ে কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। কখনো কখনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা আমার কাছে যথেষ্ট মনে হয়নি।’
তিনি আশা প্রকাশ করেন, ‘ছাত্রদল ও বিএনপির অন্যান্য সংগঠন ভবিষ্যতে বিশৃঙ্খলতা কাটিয়ে উঠে একটি ছাত্রবান্ধব ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।’
পদত্যাগের ঘোষণায় রাব্বি মিয়া স্পষ্টভাবে তিনি লেখেন, ‘আজকের পর থেকে বিএনপি কিংবা দেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’
জানা গেছে, মুহাম্মাদ রাব্বি মিয়া মৌলভীবাজার জেলা শাখায় একজন সক্রিয় ছাত্রদল নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।