জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে—এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিলো অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আজ শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাসির উদ্দীন পাটোয়ারীর ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল:
সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশে—এই প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা ছিলো অপরিসীম। এই দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের অমূল্য সম্পদ।
নতুন বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যব্যবস্থা ও নীতি-নির্ধারণে সম্পৃক্ত করতে হবে। সংস্কৃতি ও অর্থনৈতিক কাঠামোতেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আরবী ভাষায় দক্ষ এই জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মধ্যপ্রাচ্যের বিশাল বাজার হারাচ্ছি—এই সমস্যা দূর করতে আলেমদের সক্ষমতা কাজে লাগাতে হবে। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রতিটি গ্রাম-মহল্লায় তাদের গভীর সংযোগ রয়েছে, যা নতুন রাষ্ট্রগঠনে এক অমূল্য সম্পদ।
আমরা ‘জুলাই পদযাত্রায়’ সারাদেশ ঘুরে মানুষের অন্তরের কথা শুনছি। ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর—সবার কথা তুলে আনতে চাই।