Thursday, August 7, 2025

সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের তারিখ ঘোষণা করলো জামায়াত

আরও পড়ুন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের বড় বড় সভা, সমাবেশের জন্য বেশ প্রসিদ্ধ স্থান। তবে এ উদ্যানে কখনো সমাবেশ করেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবরাই প্রথমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে দলটি। আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ করতে যাচ্ছে জামায়াত।

১৯ জুলাই বেলা দুইটায় এ সমাবেশ শুরু হবে। সমাবেশ বাস্তবায়নে দলের আমিরসহ শীর্ষ নেতাদের তদারকিতে ঢাকা মহানগরসহ সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীরা রাজপথ দখলে না নিলে ইতিহাস ভিন্ন হতে পারত: নাছির

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে বড় সমাবেশ করে। এর মধ্যে ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ভিন্ন ভিন্ন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে বড় মহাসমাবেশ করে। বিএনপি নয়াপল্টনে কয়েক দফায় সমাবেশ করে। তবে জামায়াত কারাবন্দি নেতা (বর্তমানে মুক্ত) এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পুরানা পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো জমায়েত করেনি।

আরও পড়ুনঃ  যে ১৪ জেলার ৩৯ সংসদীয় আসনে পরিবর্তন আসছে

১৯ জুলাইয়ের সমাবেশের বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনো জনসভা করেনি। এটি হবে আমাদের প্রথম সমাবেশ।

তিনি জানান, সুষ্ঠু নির্বাচন, তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এ সমাবেশ হবে।

এ সমাবেশ বাস্তবায়নে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে একাধিক উপকমিটিও করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ