Sunday, July 20, 2025

ব্রেকিং নিউজ: এনসিপির থেকে যে ৩ নেতার পদত্যাগ

আরও পড়ুন

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, একই কমিটির সদস্য শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফাহিম আহমদ।

এর আগে শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে দুই উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুনঃ  মব কালচারে ছাত্রসমাজ নেই, দায় নিতে হবে গুপ্ত সংগঠনকে: রাকিব

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার ১৭ সদস্যের কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয় রুহুল আমিনকে। পরদিন রোববার রাতে ফেসবুকে দেয়া পোস্টে রুহুল আমিন উল্লেখ করেন, ‘বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটিতে আমাকে রাখা হয়েছে। আমার ওই কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করলাম।’

একইভাবে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন ৬ নম্বর সদস্য শাহেদ আহম্মেদ। তিনি উল্লেখ করেন, ‘কমিটিতে যে পদে আমাকে রাখা হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ওই পদ থেকে পদত্যাগ করলাম।’

আরও পড়ুনঃ  যে স্লোগান কাঁপিয়ে দিয়েছিল জালিমের মসনদ

পদত্যাগের ঘোষণা দিয়ে শাহেদ জানান, না জানিয়ে কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া গোয়াইনঘাট উপজেলা কমিটির ১০ নম্বর সদস্য হিসেবে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। উপজেলা কমিটিতে তাকে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।

এ বিষয়ে এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান জানান, তিনি একজনের পদত্যাগের বিষয়টি জেনেছেন। তবে অন্যদের বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে নতুন প্রস্তাব বিএনপির

তিরি আরও জানান, যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের সঙ্গে আলোচনা করেই রাখা হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ