Sunday, July 20, 2025

গোপালগঞ্জের ঘটনার জেরে নয়, সেই সেনা সদস্য চাকরি ছাড়েন আগে

আরও পড়ুন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচি ঘিরে দলটির নেতাদের ওপর হামলা চালান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী অন্তত চারজন নিহত হন।

তবে এমন প্রেক্ষাপটে ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

আরও পড়ুনঃ  বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, পাবেন যেভাবে

স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই দাবি সঠিক নয়। এই সেনা সদস্য ঘটনার ছয় দিন আগে অর্থাৎ গত ১০ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে চাকরি ছাড়ার ব্যাপারে পোস্ট দেন।

পোস্টে শোভন সৈকত লেখেন, ‘আজ হাজারো কষ্ট বুকে নিয়ে আমার আবেগের আমার শখের ইউনির্ফম জমা দিয়ে বাড়ির পথে হাঁটছি। আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমার গায়ের শখের ইউনিফর্ম জমা করতে হয়েছে। অনেকের চোখে মনের হতে পারে এটা ভুল ডিসিশন; কিন্তু আমার চোখে এটা একটি সঠিক ডিসিশন। আসলে পরিস্থিতি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এখান থেকে চলে যাওয়া এতটা সহজ নয়, যারা আমাকে এখান থেকে বের হতে সাহায্য করেছে, তাদের সবাইকে ধন্যবাদ। যাই হোক এখন আমার গন্তব্য হলো সেই চিরস্থায়ী লক্ষ্যের দিকে। যা কখনো আমাকে হতাশ করবে না ইনশাআল্লাহ। আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, আমার অধিকার।’

আরও পড়ুনঃ  ‘এই গণঅভ্যুত্থানকে আসিফ নজরুল যেভাবে উপস্থিত করেছেন তা ইতিহাসের চরম বিকৃতি’

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত এক সেনা সদস্যের ছবি ও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, তিনি গোপালগঞ্জের এই পরিস্থিতির পর চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ