Sunday, July 20, 2025

হাসপাতালে জামায়াত আমিরের পাশে মির্জা ফখরুল

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

আরও পড়ুনঃ  ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন সেই এনসিপি নেতা

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় দু’দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় মঞ্চে বসেই তার বক্তব্য শেষ করেন তিনি। পরে সমাবেশ থেকেই সরাসরি তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন জামায়াত আমির বলে জানা গেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ