Sunday, July 20, 2025

ঘরের আড়ায় ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ, যা জানা গেল

আরও পড়ুন

নেত্রকোণার দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী হলেন, সোহাগ মিয়া (২৯) ও তার স্ত্রী ঝুমা আক্তার (১৯)।

পুলিশ জানায়, জেলার দুর্গাপুর চকলেঙ্গুরা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া একই উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. রহিম উদ্দিনের মেয়ে এক বছর আট দিন আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। ওই দম্পতি প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তারা ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে ঘরের আড়ায় তাদের মরদেহ ঝুলন্ত দেখে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ