Monday, July 21, 2025

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

আরও পড়ুন

জামায়াতে ইসলামী নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির এক নেতা। এ নিয়ে তার দেওয়া বক্তব্য বেশ ভাইরাল হয়েছে। এর আগেও তিনি একটি বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তখন তিনি বলেছিলেন, ‌‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা।

আরও পড়ুনঃ  শিক্ষকের কুপ্রস্তাব ও হুমকি, নিজের গায়ে আগুন দিলেন কলেজছাত্রী

সে জন্মদাতার সাথে তারা (জামায়াতে ইসলামী) বেইমানি করেছে দাবি করে তিনি আরও বলেন, জন্মদাতার ছবি (জিয়াউর রহমান) রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।

আরও পড়ুনঃ  যেভাবে গ্রেপ্তার হলেন মিটফোর্ডে সোহাগকে পাথর দিয়ে আঘাত করা সেই যুবক

এর আগে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামরুল হুদার আরও একটি বক্তব্য ভাইরাল হয়।

সেখানে তিনি বলেছিলেন, প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।

কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ