Tuesday, August 19, 2025

ছয় বছরের সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে, এরপর যা ঘটলো

আরও পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন ইতি আক্তার (২৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকার রওশন চেয়ারম্যানের ভাই ইব্রাহিমের বাড়িতে বসবাস করতেন ভিকটিম ও তার স্বামী। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে সংসারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শুক্রবার হঠাৎ তাদের বসতঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ, তারপর...

পরে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে দেখতে পান যে, গৃহবধূ ইতি আক্তার ফ্লোরে পড়ে আছেন এবং পাশেই স্বামী বিল্লাল হোসেন বসে রয়েছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। নিহত নারী তার স্বামী বিল্লাল হোসেন ও ৬ বছরের একটি সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং আরেকটি বিয়ে করেছিলেন। ইতি আক্তার তার দ্বিতীয় স্বামীর সঙ্গে দুই মাস সংসার করে দুইদিন আগে আবারো বিল্লালের ঘরে ফিরে আসেন। শুক্রবার মোবাইল ফোনে কথা বলা নিয়ে উভয়ের মাঝে ঝগড়া হলে স্বামী বিল্লাল হোসেন রুটি তৈরির বেলুন দিয়ে মাথায় আঘাত করলে ইতি আক্তারের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ!

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ