Sunday, July 27, 2025

‘তারা আগে ১০ লাখ টাকা নেয়, আজ গেছে স্বর্ণালংকার আনতে’

আরও পড়ুন

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসা থেকে তাদের আটক করে।

জানা গেছে, আটক ব্যক্তিরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন রিয়াদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক।

এর আগে তারা ১০ লাখ টাকা আদায় করে নেন। আজ গিয়েছিলেন স্বর্ণালংকার আনতে। এমনটা জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  ভারতের কারাগারে ইলিয়াস আলী, দাবি বিএনপির নেতার

তিনি বলেন, ‘গত কিছুদিন আগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। শাম্মী আহমেদ পলাতক রয়েছেন। তাই তার স্বামীর কাছে এই চাঁদা দাবি করেন। এতে তারা ১০ লাখ টাকা কয়েক দিন আগে নিয়ে আসে। কিন্তু আজ রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালংকার নিয়ে আসতে যায়। পরে পরিবারের লোকজন আমাদের খবর দিলে সেখানে গিয়ে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’

আরও পড়ুনঃ  ‘দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি

ঘটনাটি তদন্ত করা হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে নাম পরিচয়সহ বিষয়টি জানার চেষ্টা করছি।’

পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ