Tuesday, August 19, 2025

‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’

আরও পড়ুন

‘আমি তোকে বিয়ে করিনি, এতদিন অভিনয় করেছি মাত্র’ বলা চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক এমপির ঘনিষ্ঠজন ইমরোজ আহমেদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন এক তরুণী।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট হাজিপাড়ার ফিরোজ কবিরের ছেলে ইমরোজ আহমেদ শারুজ।

সংসদ সদস্যের প্রভাব দেখিয়ে ৩টি বিয়ে করেন, বহু নারীর সঙ্গে করেছেন প্রতারণা। সবশেষ ২০২২ সালের ৩ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এক তরুণীর সঙ্গে বিয়ের নাটক করেন ইমরোজ আহমেদ। এক দূর সম্পর্কের মামাকে ডেকে নিয়ে কাজী সাজিয়ে ‘বিয়ে’ করেন ওই তরুণীকে। তবে বিয়ের কোনো কাগজপত্র দেননি তিনি। একপর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন তরুণী। বর্তমানে তার আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।

আরও পড়ুনঃ  বেঁচে ছিলেন পাইলট, প্রেসার ছিল ১০০/৬০, এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ভুক্তভোগী তরুণী জানান, ২০২৪ ডিসেম্বর পর্যন্ত সংসার করেন ইমরোজ আহমেদ। কিন্তু সম্প্রতি তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে আদালতে মামলা করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাতেন খাঁর মোড়ে একটি অফিসে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ভুক্তভোগী তরুণী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী বলেন, সাবেক এমপি আব্দুল ওদুদের ঘনিষ্ঠ হওয়ায় নিজেকে ডাক্তার পরিচয়ে একের পর এক ৩টি বিয়ে করেন ইমরোজ আহমেদ। আমি বিষয়গুলো জানতাম না। তিনি আমার সঙ্গে বিয়ের নাটক করে সংসার করেছেন। সম্প্রতি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এখন আমার সন্তানের বয়স প্রায় আড়াই বছর। কিন্তু আমার সন্তান পায়নি বাবার অধিকার। তিনি এখন আমাকে বলছেন- ‘আমি তোকে বিয়ে করিনি। এতদিন অভিনয় করেছি মাত্র’। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আমার সন্তানের বাবার পরিচয় চাই।

আরও পড়ুনঃ  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

তরুণীর বাবা বলেন, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে এসব কাজ করেছে ইমরোজ। এখন আমাকেও মহানন্দা নদীতে ডুবিয়ে মারতে চায়। আমরা এখন কোথায় যাবো।

তবে এ বিষয়ে জানতে ইমরোজ আহমেদ শারুজের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা রিসিভ হয়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ