Monday, August 4, 2025

এইমাএ পাওয়া: চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

আরও পড়ুন

দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহীনূর আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে। পৈশাচিক এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন অভিযুক্ত সুজন মিয়া। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো পিবিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহীনূরের পেটে ছুরি ঢুকিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘাতকরা ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

বুধবার (৩০ জুলাই) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুজন জানায়, সে ও তার সাঙ্গপাঙ্গরা মিলে ভুক্তভোগী নারীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ জুলাই দুপুরে তাকে খুন করে ফেলে রেখে চলে যায় তারা।

আরও পড়ুনঃ  এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচর এলাকার চাঁন মসজিদ বাগানবাড়ি রোড থেকে পিবিআই-এর একটি টিম সুজনকে গ্রেপ্তার করে। পরদিন তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

মৃত শাহীনূর আক্তার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ১৮ জুলাই সেখানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন বাসায় শাহীনূরের একমাত্র মেয়ে অনুপস্থিত ছিলেন বলে জানায় পিবিআই। এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন বাঞ্ছারামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তকে শনাক্ত করে পিবিআই।

আরও পড়ুনঃ  তালাক দেওয়া স্ত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের, তারপর...

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুজন স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডে তার আরও দুই সহযোগী ছিল বলেও ধারণা করছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ