Monday, August 4, 2025

“১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” – ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

আরও পড়ুন

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১টা ৩৪ মিনিটে একটি ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে। অপরিচিত নম্বর হওয়ায় প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিকবার কল ও মেসেজ পাওয়ায় তিনি সতর্ক হন।

তিনি জানান, ফোন রিসিভ করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “মোখলেছুর রহমান বলছেন? ওসি ছাতক থানা?” উত্তরে তিনি পরিচয় নিশ্চিত করলে অপরপ্রান্ত থেকে বলা হয়, “আমার পরিচয় পরে দেব, আওয়ামী লীগ হারায় নাই, ১০ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব।” এ কথার পর তিনি কলটি কেটে দেন।

আরও পড়ুনঃ  যে কারণে আটকের পর ছেড়ে দেওয়া হলো সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

পরে ওই নম্বর থেকে একাধিকবার মেসেজ পাঠানো হয়। বার্তাগুলোতে বলা হয়, ‘নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন’, ‘আওয়ামী লীগ হারাইয়া যায় নাই’, ‘আওয়ামী লীগ ১০ বছর পরে হইলেও ফিরবে’, ‘বিষয়টা মাথায় রাইখেন’। ওসি মোখলেছুর রহমান মেসেজে পরিচয় জানতে চাইলে অপরপ্রান্ত থেকে পাল্টা হুমকি দিয়ে বলা হয়, “দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। মাইন্ড ইট।”

ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ