Wednesday, August 13, 2025

নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে টিকেছে এনসিপিসহ ১৬ দল

আরও পড়ুন

নিবন্ধন চেয়ে আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ আরো ১৬টি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে টিকেছে। পরবর্তীতে এই দলগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই-বাছাই শেষে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করবে ইসি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে যে ১৬টি দল শর্ত পূরণ করতে পেরেছে মাঠ পর্যায়ে তাদের তথ্য যাচাই বাছাই করবে ইসি। মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ে যে সব দল সব শর্ত পূরণ করতে পারবে তাদের নিবন্ধন দেবে কমিশন।

আরও পড়ুনঃ  ৬ আগস্টের আগে কখনও মাহফুজ ভাইকে দেখিনি, চিনিও নাই, কথাও হয়নি

নির্বাচন কমিশন বলছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত কাজ শেষ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার কথাও জানিয়েছে ইসি।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২২শে জুন পর্যন্ত নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করেছিল ১৪৫টি দল। প্রথম ধাপে সব শর্ত পূরণ করতে না পারায় সবগুলো দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। তাদের প্রাথমিক শর্ত পূরণে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয় ইসি।

আরও পড়ুনঃ  খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করতে পেরেছে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি রাজনৈতিক দল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ