Monday, August 11, 2025

‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এখন ২৬ বছর বয়সী ছেলের মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ‘মানুষ বলে আপনি এদের এতো বকেন কেন? না, আমি এদের আদর করি।

এদের বাপের চেয়ে আমি ১৫ বছরের বড়। ওদের বাবা মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধের সময় ওদের বাবা বিয়ে করে নাই।’
তিনি বলেন, ‘ওই ছেলেটার বয়স ২৬ বছর।

আরও পড়ুনঃ  ৬ আগস্টের আগে কখনও মাহফুজ ভাইকে দেখিনি, চিনিও নাই, কথাও হয়নি

আমি তো ৪০ বছর আগে এ দেশে এমপি হইছি। ৫৪ বছর আগে আমি ১২০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা ৭ মাইল দূর থেকে চলে গেছে।

তিনি আরো বলেন, এখন এই ছেলেটার মুখ থেকে যদি আমার মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়…। যারা ৫০০ বা ৬০০ ছেলের নেতৃত্ব দিয়ে তাদের হত্যা করাইয়া বলি, আর শহীদ করাইয়া বলি, আর শত শত ছেলেকে আহত করাইয়া বলি; ৫ আগস্টে জাতীয় দিবস রাইখা যে ছেলেগুলো কক্সবাজারে যায় আনন্দ করার জন্য; তাদের কথা আমার শুনতে হবে, মানতে হবে? এদেরকে আমি একটা গালি দেব না?

আরও পড়ুনঃ  গুলশানে গ্রেপ্তার রিয়াদের কমরেড নাহিদ ইসলাম—প্রশ্ন জাওয়াদ নির্ঝরের

ফজলুর রহমান বলেন, ‘তোরা যে বিমানে যাইস, ফাইভস্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? এদের বাড়ি তো মুরাদনগরে, দেবীদারে, পঞ্চগড়ে। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই। এদের ১০০ টাকা ছিল না, এরা ১০০ কোটি টাকার মালিক হলো কিভাবে! এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে? যারা একাত্তর মানে না, আমি এদেরকে বলি তোমরা বাংলাদেশ থেকে চলে যাও।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ