Wednesday, August 13, 2025

আ.লীগ নেতাদের সঙ্গে নিয়ে সভা করলেন ডিসি-ইউএনও

আরও পড়ুন

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে গোসাইরহাট উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকও। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) সানিয়া বিনতে আফজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম। উপস্থিত ছিলেন- গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: রাজধানীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মতবিনিময় সভায় অংশ নেন- আওয়ামী লীগের উপজেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলাওলপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ওসমান বেপারী।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছিদ্দিক খান বলেন, উপজেলা প্রশাসনের আহ্বানে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হিসেবে তারা মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সামন্তসার, নলমূড়ি ইউনিয়নসহ বেশিরভাগ চেয়ারম্যান আওয়ামী লীগের। এখনো তারা বিভিন্ন আইনশৃঙ্খলা মিটিংসহ প্রশাসনের মিটিংয়ে উপস্থিত থাকেন।

আরও পড়ুনঃ  জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি

সদ্যবিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আল নাজিম বলেন, এখনো রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে পতিত খুনিরা দাওয়াত পাচ্ছে, এটা দুঃখজনক। আমরা বলতে চাই, প্রশাসনের যোগসাজশে যেসব খুনি এখনো ভিজিবল হওয়ার চেষ্টা করছে, সরকারি বিভিন্ন দাপ্তরিক আলোচনায় যুক্ত হচ্ছে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউএনও সানিয়া বিনতে আফজল মোবাইলে বলেন, ইউনিয়ন চেয়ারম্যান হওয়ায় তারা আলোচনা সভায় এসেছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ