Saturday, August 16, 2025

জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে ঢুকলেন যে ১০ শিক্ষক

আরও পড়ুন

জাতীয়করণের দাবিতে চলা সমাবেশের মধ্যে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনার কথা রয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক ফোরাম (বিটিএফ) এর সভাপতি মো: হাবিবুল্লাহ রাজু।

এ শিক্ষক নেতা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার জন্য আমাদের ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ  বিক্ষোভে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি দলে রয়েছেন—ঢাকা মহিলা কলেজের মো. মাইনুদ্দিন, ময়মনসিংহের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের হায়দর নগর কলাকান্দি আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. আবু তালেব সোহাগ, বরিশালের আনোয়ারা ফাজিল মাদ্রাসার শান্ত ইসলাম, শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের আবুল বাশার।

এছাড়াও আরও রয়েছেন, বাগাদি গনী উচ্চ বিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, পাবনার সুজানগরের খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিটিএফ সভাপতি হাবিবুল্লাহ রাজু, নরসিংদীর সরদার আসমত আলী মহিলা কলেজের জহিরুল ইসলাম, গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুমিল্লার দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ