Saturday, August 16, 2025

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ২ জনের মৃত্যু

আরও পড়ুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা, বীরাঙ্গনা কাঁকন বিবির মেয়ের স্বামী আব্দুল মতিন এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা চলাকালীন দু’পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মারামারিতে গুরুতর আহত হন আব্দুল মতিন ও আকবর। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

আরও পড়ুনঃ  দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানিয়েছে সেনাবাহিনী

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ