Sunday, August 24, 2025

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

আরও পড়ুন

কয়েক দিন ধরেই দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি ঝরছে। কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টি হচ্ছে। তাই অনেকের মনেই প্রশ্ন, কতদিন থাকতে পারে এমন বৃষ্টি।

জানা গেছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিনও বৃষ্টির পরিমান কম-বেশি হতে পারে।

রোববার (২৪ আগস্ট) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। 

তিনি বলেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আরেকটি লঘুচাপে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সৃষ্টি হতে পারে। যার ফলে বৃষ্টি হচ্ছে। তবে, কাল-পরশু বৃষ্টি কমতে পারে। পরে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে পারে। তবে, এ মাসের শেষ দিকে বৃষ্টির পরিমাণ কম-বেশি হতে পারে।

আরও পড়ুনঃ  এইমাত্র পাওয়া: রাতেই ঝড়ের শঙ্কা দেশের ৯ অঞ্চলে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দূর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। 
এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ  চরম দুঃসংবাদ: বন্যায় ডুবে যেতে পারে দেশের যে ১০ জেলা

পূর্বাভাস অনুযায়ী, রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আরও পড়ুনঃ  ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’, প্লাবিত হতে পারে যেসব এলাকা

এ ছাড়া, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ