Monday, August 25, 2025

ভিকারুননিসায় হিজাব ইস্যু, দুঃখপ্রকাশ করে অধ্যক্ষকে যা লিখলেন সেই শিক্ষিকা

আরও পড়ুন

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব ইস্যুতে দুঃখপ্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষিকা (ইংরেজি) ফজিলাতুন নাহার। আজ সোমবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বরাবর একটি আবেদনে এ দুঃখপ্রকাশ করেন।

আবেদনে শিক্ষিকা ফজিলাতুন নাহার বলেন, ‘আমি আপনার প্রতিষ্ঠানে বসুন্ধরা প্রভাতী শাখায় বিগত ১৬ বৎসর যাবত কর্মরত আছি। ‘কালবেলা’ পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত ভিকারুননিসায় হিজাব পড়ায় ২২ শিক্ষাথীকে বের করে দিলেন শিক্ষিকা শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে।

আরও পড়ুনঃ  মিটফোর্ডে সোহাগ হত্যা, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য!

সেখানে দাবি করা হয়েছে আমি হিজাব পড়ায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দিয়েছি যা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে আপনার নিকট বিনীত অনুরোধ যে, অভিযোগ এসেছে আমি সেই অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি। কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। এসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন অভিভাবকরা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

অভিভাবকরা জানান, বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির তাদের মেয়েরা অধ্যয়ন করছেন। প্রতিদিনের মতো এদিনও তারা হিজাব পরে ক্লাসে গিয়েছেন। পরে বাসায় ফিরে তারা জানান, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এ জন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ