Tuesday, August 26, 2025

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার

আরও পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মূল্যের কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে- এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরের সতর্কতা জারি করি। পরবর্তী সময়ে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ  বাসায় ঢুকে ‘আ’লীগের ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

সোনিয়া আক্তার বলেন, তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবদ্ধ কোকেইন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত) পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক বলেন, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

আরও পড়ুনঃ  সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ