Friday, August 29, 2025

চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, অতঃপর…

আরও পড়ুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণী টিকটক ভিডিও ধারণ করেছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ওই তরুণী তার টিকটক আইডিতে ভিডিওটা ছাড়েন। এতে দেখা যায় তরুণী ওই অফিসের চেয়ারম্যানের চেয়ারে বসে একটি গান বাজিয়ে টিকটক ভিডিও করছেন। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ধারণকৃত টিকটক ভিডিওতে আরও দেখা যায়, পেছনের দেয়ালে লাগানো বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকাল লেখা একটি নামফলক। পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোর নিচে লেখা- চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ সিলেট। তবে এই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাকে হত্যার একদিন পরেই প্রধান আসামির মরদেহ উদ্ধার

একটি সূত্র থেকে জানা যায়, টিকটক করা এই তরুণী জন্মনিবন্ধনের কাজে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে এসেছিল। এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার জন্য চেয়ারম্যান অফিসে যায়। পরে সে চেয়ারম্যানের চেয়ারে বসে তার সঙ্গে থাকা আরেকজন মেয়ের সহযোগিতায় এই টিকটক ভিডিও ধারণ করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, আমরা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই তরুণীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় জিডি করেছি। এ ঘটনায় প্রাথমিকভাবে আমরা ৩ জনকে শোকজ করছি। এছাড়া উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, সাংবাদিককে ওসি

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ