Friday, August 29, 2025

আদমদীঘিতে খাদ্যবান্ধবের ১১৫ বস্তা চাল বিএনপির নেতার ঘর থেকে উদ্ধার

আরও পড়ুন

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে ১১৫ বস্তা চাল বিএনপির এক নেতার ঘর থেকে জব্দ ও ঘর সিলগালা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন বিএনপির নেতা আবু হাসানের দখলীয় ঘর থেকে এই চাল জব্দসহ ঘর সিলগালা করা হয়।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ পরিদর্শক রাকিব হাসান জানান, আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে বিএনপি নেতা আবু হাসানের দখলীয় ঘরে সরকারি খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বিপুল পরিমাণ চাল অবৈধ ভাবে মজুদ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রীর মুখ দিয়ে বের হয় গাঢ় তরল পদার্থ, কলেজে হৃদয় বিদারক ঘটনা

এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপ-পরিদর্শক রাকিব হাসানসহ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উল্লেখিত ঘরে অভিযান চালান। অভিযানে ঘরের ভিতর অবৈধ ভাবে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৫ বস্তায় মোট তিন টন ৪৫০ কেজি চাল জব্দ ও ওই ঘর সিলগালা করা হয়।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, এ চাল বিতরণের মাস্টাররোল রয়েছে যা গত বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা, কিশোরী গ্রেপ্তার

এদিকে ডিলার আব্দুস ছাত্তার সরকারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদামে রাখার সরকারি নিয়ম থাকলেও সেই চাল প্রশাসনকে না জানিয়ে প্রায় ২ কিলোমিটার দুরে গোহাট সংলগ্ন আবু হাসানের ঘরে কি হিসাবে রাখা হলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আবু হাসান চিকিৎসাধীন থাকায় তার ছোট ছেলে নাাকিব আল হাসান জানায় ঘরটি তার বাবার কিনা জানা নেই।

আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার বলেন, ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টার রোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ