চীনের হেনান প্রদেশের ১৩ বছর বয়সী এক কিশোর একসঙ্গে আটটি মরণব্যাধিতে আক্রান্ত। সে মায়ের কাছে হৃদয়বিদারক এক চিঠি লিখেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাশায়ী অবস্থায় লেখা চিঠিতে সে মাকে অনুরোধ করেছে— ‘ওষুধ ফেরত দিয়ে দাও, আমার চিকিৎসা বন্ধ করো।’
লিউ ফুয়ু নামের এই কিশোরের ওজন মাত্র ১৫ কিলোগ্রাম। সম্প্রতি কিডনি অকেজো হয়ে যাওয়ায় তাকে পঞ্চমবারের মতো আইসিইউতে ভর্তি করতে হয়।লিউ এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিও প্রায় নেই। তার চিকিৎসক হু ইয়ুফেং (ঝেংঝো বিশ্ববিদ্যালয়ের প্রথম সংযুক্ত হাসপাতাল) স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ফুয়ু একাধিক মরণব্যাধিতে আক্রান্ত এবং চিকিৎসা সত্ত্বেও তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। খবর সাউথ চায়না মর্নিং নিউজের।
লিউয়ের মা লি জানান, একদিন ছেলেটি তাকে একটি বার্তা পাঠায়- সে মাকে খুব মিস করছে। বার্তাটি পাওয়ার পরই তিনি বুঝতে পারেন ছেলের অবস্থা গুরুতর, এবং দ্রুত হাসপাতালে যান। চিকিৎসক বলেন, যদি তখন হাসপাতালে না আনা হতো, লিউ হয়তো বাঁচতো না।
অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে কিশোর লিউ ফুয়ু তার মাকে লিখে জানায়- ‘আমার শরীর আর পারছে না, মা তুমি আমাকে আর কষ্ট দিও না।’ তার এই চিঠি স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করেছে।