Monday, August 18, 2025

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় তারকা ফুটবলার।

আরও পড়ুন

ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। লিভারপুল ও পর্তুগালের অন্যতম সেরা ফরোয়ার্ড দিয়োগো জোতা আর নেই। মাত্র ২৮ বছর বয়সে স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তারকা ফুটবলার। দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।

মার্কা ও দ্য সানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পেন সময় রাত সাড়ে ১২টার দিকে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় এবং আগুন ধরে যায়। স্পেনের কাস্তিলিয়া ই লেওন অঞ্চলের জরুরি সেবা ১-১-২ নম্বরে একাধিক ফোন আসে। দ্রুতই ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছায়। মোম্বুয়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টিম গিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুনঃ  হঠাৎ বড় সুখবর পেলেন সাকিব

এই হৃদয়বিদারক খবরটি আসে মাত্র দুই সপ্তাহ পর, যখন জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল, “২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।”

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা। এরপর ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এই সময়ে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোতা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে সরিয়ে ‘নিরপেক্ষ জায়গায়’ না গেলে যোগ দেবে না ভারত

ক্লপের অধীনে জোতার উত্থান ছিল দারুণ গল্পের মতো। পরবর্তী সময় আর্নে স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তার এই অকালমৃত্যু লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ফুটবলবিশ্ব তাকে চিরকাল মনে রাখবে একজন প্রতিভাবান ফরোয়ার্ড এবং এক নিখুঁত পেশাদার হিসেবে। জোতার এই আকস্মিক বিদায় যেন আরও একবার মনে করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত।

শ্রদ্ধা ও ভালোবাসা দিয়োগো জোতা, চিরবিদায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ