Thursday, November 13, 2025

সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ, অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ

আরও পড়ুন

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্ট, ভাংচুর করা হয় জানালার গ্লাস ও চেয়ার।

শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে জিইসি মোড় এলাকার জিইসি কনভেনশন সেন্টারে সংঘর্ষের সূত্রপাত হয়। মোটরসাইকেল ব্রান্ড হোন্ডার একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

সংঘর্ষ শুরুর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখনও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ