Wednesday, August 20, 2025

কানাডার ৬ বিমানবন্দরে একযোগে বোমা হামলার হুমকির পর যা ঘটল

আরও পড়ুন

কানাডার ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে একযোগে বোমা হামলার হুমকির কারণে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছে কানাডার বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ন্যাভ কানাডা। ন্যাভ কানাডা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে হুমকির বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ওটাওয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি ও ভ্যাঙ্কুভার বিমানবন্দর এই হুমকির আওতায় পড়ে। প্রাথমিকভাবে এসব স্থানে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। খবর সিবিসি নিউজের।

আরও পড়ুনঃ  পাকিস্তানকে শায়েস্তা করতে নতুন পদক্ষেপ ভারতের

ভ্যাঙ্কুভার ও উইনিপেগ বিমানবন্দরে বোমা হুমকিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে স্থানীয় পুলিশ। তদন্তে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।

ওটাওয়া, এডমন্টন ও ক্যালগারি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ঘটনা থাকলেও ফ্লাইট চলাচলে এর প্রভাব ছিল সীমিত। মন্ট্রিয়ল বিমানবন্দরে সকাল ৭টা ৩০ মিনিট থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এয়ার কানাডা জানিয়েছে, তাদের ফ্লাইট কার্যক্রমে খুব সামান্যই প্রভাব পড়েছে এবং যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা অনলাইনে দেখে নেয়ার পরামর্শ দিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ