পাকিস্তান ও আফগান সীমান্তের খাইবার পাকতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। শুক্রবার (৪ জুলাই) পাকিস্তান সেনবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজ
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকা হাসান খেলে ১ থেকে ২ এবং ২ থেকে ৩ জুলাই ভারতের প্রক্সি বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজের’ বড় একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়েছিল।
এ সময় ভারতীয় প্রক্সি বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে ৩০ জনকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় প্রক্সি বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ১৩ জন সেনাসদস্য।
২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।