Saturday, July 5, 2025

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার, যা জানা গেল

আরও পড়ুন

খুলনায় একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নগরীর সদর থানার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) আসমা নামে তিনি হোটেলের ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে ওই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার হয়। তবে ওই নারীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এদিকে, ওই কক্ষ থেকে উদ্ধার করা একটি জন্ম নিবন্ধনে শান্তা ইসলাম নাম থাকলেও সেটি এবং হোটেলে দেওয়া নাম কোনোটিই সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুনঃ  বিয়ের গাড়ি ধাক্কা দিলো কলেজের দেয়ালে, বরসহ একই পরিবারের নিহত ৮

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। দুপুর সাড়ে ১২টার দিকে কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে ওই কক্ষটির তালা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কিছু ঘুমের ওষুধও খেয়েছিলেন তিনি। 

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ