Sunday, July 6, 2025

গ্রামবাসীর ওপর ফিল্মি স্টাইলে দুর্বৃত্তের গুলি

আরও পড়ুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরে রায়টা বালুঘাট এলাকায় ফিল্মি স্টাইলে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই উপজেলার কৃষক আমিরুল ইসলামসহ আরও কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল স্পিডবোটযোগে এসে নদীর ঘাটে নেমে গ্রামবাসীদের ওপর গুলি চালায়। এ সময় গ্রামবাসীসহ বেশকয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কৃষক আমিরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনা-কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা, আসামি বিএনপি নেত্রীও

স্থানীয়রা জানায়, এই হামলার সঙ্গে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর এলাকার কিছু বালু ব্যবসায়ী জড়িত। তারা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনসহ কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তারা।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ