Tuesday, August 26, 2025

ইরানে জমা হচ্ছে চীনা ক্ষেপণাস্ত্রের পাহাড়! ভয়ে কাঁপছে নেতানিয়াহু!

আরও পড়ুন

কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের শান্তিপূর্ণ পরমাণু গবেষণাগারে হামলা চালাতে গিয়ে মুসলিম দেশটির পাল্টা হামলার স্বীকার হয় ইসরায়েল। ইরানের মুহুর্মুহু আধুনিক সব ক্ষেপণাস্ত্রের হামলায় যুদ্ধবিরতির জন্য রীতিমতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করে নেতানিয়াহু।

বেলাশেষে বিশ্বের সবচেয়ে প্রভাশালী ব্যক্তির হস্তক্ষেপে যুদ্ধ থেমে গেলেও থেমে নেই ইরানের আগাম যুদ্ধ প্রস্তুতি। এবার যেনো তারই অংশ হিসেবে দেশটির পরম মিত্র চীনের ক্ষেপণাস্ত্রের পাহাড় জমছে ইরানে। আর এতেই রীতিমতো এখন ভয়ে কাঁপছে নেতানিয়াহুর দেশ।

আরও পড়ুনঃ  এবার রাস্তার মাঝখানে উড়োজাহাজ বিধ্বস্ত, জানা গেল নিহতের সংখ্যা!

আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে চীনের তৈরি আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে এসে পৌঁছেছে। আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে সেই প্রতিবেদনে তুলে ধরা হয় এসব ক্ষেপণাস্ত্র ইরানে নিয়ে আসার কারণ। সেই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরান- ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর ১২ দিনের সেই হামলা-পাল্টা হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্রুত পুনর্গঠন করার উদ্দেশ্যেই মূলত এই ক্ষেপণাস্ত্র গুলো আনা হয়েছে।

আরও পড়ুনঃ  এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ভারত

তবে ইরান ঠিক কি পরিমাণ এই অত্যাধুনিক চাইনীজ ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহ করেছে তা জানায়নি সেই কর্মকর্তা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই কর্মকর্তা জানিয়েছেন, ইরান এসব ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল্য তেল দিয়ে পরিশোধ করছে। যদিও চীন আগে থেকেই ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মার্কিন প্রশাসনের তথ্য মতে, গত মে মাসে ইরানের শতকরা প্রায় ৯০ ভাগ জ্বালানি তেল রফতানি হয়েছে চীনে।

এদিকে চীনের অত্যধুনিক এই এইচকিউ-৯বি এখনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে চীনা সামরিক মহড়ায় স্টিলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও কম পর্যবেক্ষণযোগ্য বিমানের মতো উচ্চগতির টার্গেট ধ্বংসে এর সফলতা প্রমাণিত হয়েছে। এই খবরেই এখন যেনো রীতিমতো টনক নড়েছে নেতানিয়াহুর। কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলের পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি নেতানিয়ার গত মাসের সংঘাতের প্রেক্ষাপটে শিক্ষা হয়ে থাকে তবে আর ভুল করেও ইরানের দিকে বাঁকা চোখে তাকাবে না কখনো।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ