টানা বৃষ্টিতে দীর্ঘদিনের ভ্যাপসা গরমের অবসান ঘটলেও জলাবদ্ধতা ও মানুষের চলাফেরায় দুর্ভোগ চরম আঁকার ধারণ করেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি হচ্ছে প্রায় দেশজুড়ে। আজও দেশের বেশকিছু এলাকায় বৃষ্টিপাত ছড়িয়ে পড়েছে। রাজশাহী বিভাগে মাঝারি বর্ষণ শুরু হলেও রংপুর বিভাগে এখনো বৃষ্টিপাত পৌঁছায়নি।
যদিও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা পাওয়া না গেলেও আগামী শুক্রবার (১১ জুলাই) বৃষ্টি কমে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, আজ রাতে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি এলাকায় চলমান বৃষ্টিপাত আগামীকাল বিকেল বা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের পূর্বাঞ্চল থেকে ক্রমান্বয়ে কমে আসতে পারে।
আগামীকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরশুদিন দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে আগামী শুক্রবার বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এ দিকে আজকের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।