রাজধানীর শ্যামলীতে এবার ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিইকারীরা অস্ত্রের মুখে এক যুবকের মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তার পরনের জামা ও পায়ের জুতা পর্যন্ত খুলে নেয়।
শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে, শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত একটি কাজী অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শ্যামলী এলাকায় দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীর সরবরাহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে পড়ে। প্রথমে একজন পথরোধ করে, পরে বাকিরা নেমে তাকে ঘিরে ফেলে।ছিনতাইকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটি দিয়ে তারা ভুক্তভোগীকে ভয় দেখায়।
ফুটেজে আরও দেখা যায়, ছিনতাইকারীদের একজন খালি গায়ে, আর বাকি দুজন হেলমেট পরে ছিল। শুধু মোবাইল বা অর্থসম্পদই নয়, তারা ওই ব্যক্তির গায়ের জামা এবং পায়ের জুতা পর্যন্ত খুলে নেয়। এরপর তিনজনই একই মোটরসাইকেলে পালিয়ে যায়।
শনিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ আমাদের নজরে এসেছে। এখনো কেউ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি।
ওসি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। যদি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় অভিযুক্তদের শনাক্তে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজে চিহ্নিত চেহারা ও গতিবিধি অনুযায়ী সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে।
ওসি ইমাউল হক বলেন, যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে দয়া করে থানায় জানান। তার সহযোগিতায় আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের উদ্যোগ নিতে পারব।