Sunday, July 20, 2025

চাঁদা না দিলে পদকপ্রাপ্ত চা চাষিকে হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরও পড়ুন

পঞ্চগড়ে জাতীয় পদকপ্রাপ্ত চা চাষি এবিএম আখতারুজ্জামান শাহজাহানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এ অভিযোগ করেন।

তিনি বলেন, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি তাকে এ হুমকি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলছেন, শাহজাহানের পরিবারের কাছে তারা জমি পাবেন। জমি যাতে দিতে না হয় সেজন্য সংবাদ সম্মেলন করে চাঁদা দাবি ও হত্যার হুমকির মিথ্যা অভিযোগ করেছেন শাহজাহান।

আরও পড়ুনঃ  ভালুকায় মা ও দুই সন্তানকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহজাহান চলতি বছর শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার পান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় ৭০ বছরের বেশি সময় ধরে তার পরিবার বসবাস করে আসছে। তারা চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষাবাদ করেন। সম্প্রতি তারা কয়েকজন মিলে ওই এলাকায় একটা চা কারখানা করার উদ্যোগ নেন। এ খবর পেয়ে ওই এলাকার জাহাঙ্গীর আলম তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আরও এক জায়গায় বাসে আগুন

শাহজাহান আরও বলেন, আগস্ট বিপ্লবের আগে জাহাঙ্গীর গাজীপুরের কাপাশিয়ায় আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে মুরগির সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করতেন। এলাকায় এসেও চাঁদাবাজি বন্ধ করেননি। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এমনকি আমার সম্মান নষ্ট করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন তারা। আমাদের জমি দখল করার চেষ্টা করছেন তারা, চা বাগানের পাতা তুলতেও বাধা দিচ্ছেন। ওই এলাকায় আমরা স্কুল, কলেজ, হাট-বাজার, মসজিদে আমরা জমি দিয়েছি। আমরা শান্তিপ্রিয় বলে তারা আমাদের নানাভাবে হয়রানি করে আসছেন। আমরা এর ন্যায়বিচার চাই।

আরও পড়ুনঃ  অন্যের স্ত্রী নিয়ে পার্কে হাতেনাতে ধরা এসআই, অতপর...

এদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, আমরা তাদের কাছে জমি পাব। তারা জমি না দিতে এখন এসব মিথ্যা অভিযোগ করছেন। তারা বিএনপির প্রভাব খাটাচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ