Sunday, July 20, 2025

গোপালগঞ্জের ‘মিথ’ চুরমার হয়ে গেছে : পিনাকী

আরও পড়ুন

জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘গোপালগঞ্জে আমরা ঢুকতে পারব না। ঢুকলেও বাইর হতে পারব না। এই ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে।

’ বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পিনাকী তার পোস্টে বলেন, ‘রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। এনসিপি মারামারি করতে যায়নি। সভা করতে গেছে।

এনসিপির হাতে অস্ত্র ছিল না, ওদের হাতে ছিল। পুলিশ-আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ-আর্মি এই কাজ করেছে রক্তপাতহীনভাবে। এটাই বিজয়।
হাসিনার জমানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয়ও এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জে মুজিববিরোধী সমাবেশ করতে যাওয়া যায়; নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এগুলোই ছোট ছোট বিজয়।

আরও পড়ুনঃ  ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন, ‘বিমানে বোমা’

তিনি আরো বলেন, “গোপালগঞ্জের জনগণ নামেনি। নেমেছিল বাকশালী গুণ্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না। সেটাও তো দেখলেন। আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকব। ওরা হারুক বা জিতুক। আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই, আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি। থাকব। ‘অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।’ ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ