‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ীর শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এক পথসভা আয়োজন করে। এতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সফরসঙ্গী ছিলেন জেলার পুত্রবধূ ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর স্ত্রী এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
পথসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ডা. তাসনিম জারার বক্তব্য শুরুর আগে তিনি নেতা-কর্মীদের বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ তার আহ্বানে সাড়া দিয়ে নেতা-কর্মীরা ‘ভাবি ভাবি’ স্লোগানে পুরো সভাস্থল মুখর করে তোলেন। উপস্থিত জনতার মাঝে দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস।
তাসনীম জারা বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন।
তিনি বলেন, ‘৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থা চাই না। জরুরি প্রয়োজনে মানুষের চিকিৎসা যখন প্রয়োজন, তখনই শুরু হবে, হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অ্যাম্বুলেন্সে যেতে যেতে যেন চিকিৎসা পাওয়া যায়, সেই ব্যবস্থা আমাদের সরকারিভাবে করা প্রয়োজন। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না।’
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।