হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এক ব্যক্তি, আর সেখানেই আচমকা পাঁচজন বন্দুকধারী ঢুকে পড়ে মুহুর্মুহু গুলি চালিয়ে হত্যা করে তাকে। যে ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল নেট দুনিয়ায়।
ভাইরাল এই ভিডিও প্রসঙ্গে জানা যায়, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। রাজ্যের পাটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চন্দন মিশ্র নামের এক ব্যক্তি। যিনি কি না অসুস্থতার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন জেল হাজত থেকে। ভারতীয় গণমাধ্যম পুলিশের বরাতে জানাচ্ছে, নিহত এই ব্যক্তি একজন ঘোরতর অপরাধী, যার বিরুদ্ধে কয়েক ডজন খুনের মামলা রয়েছে।
জানা যায়, জেলে থাকা অবস্থায় চন্দন মিশ্র হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে পাটনার পারস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, আইসিইউতে পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি প্রবেশ করছে, যাদের ৪ জন ছিলেন ক্যাপ পরিহিত অবস্থায়। এরপর গুলি চালিয়ে চারজন ক্যাপ পরিহিত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়, আর অন্য একজন খুব সাধারণভাবেই তার মৃত্যু নিশ্চিত করে বেড়িয়ে যায় আইসিইউ থেকে।
ভয়াবহ এই হত্যাকণ্ডের বিষয়ে ভারতীয় পুলিশ বলছে, এই হামলা ও হত্যাকাণ্ডে জড়িত নিহত চন্দন মিশ্র এর প্রতিদ্বন্দ্বী দল। হাসপাতালে ঢুকে এভাবে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এখন উত্তাল গোটা বিহার রাজ্য।