Sunday, July 20, 2025

শিলং থেকে ‘নব্য গডফাদার’ এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

ভারতের শিলং থেকে কক্সবাজারে ‘নব্য গডফাদার’ এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি— এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার কক্সবাজারে দলের এক সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এ সমাবেশ করে এনসিপি।

সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।

নাসীরুদ্দীন বলেন, “আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন; মানুষের জায়গা জমি দখল করছেন; চাঁদাবাজি করছেন।”

আরও পড়ুনঃ  যে কারণে সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে চায় এনসিপি ও জামায়াতসহ বেশ কয়েকটি দল। অন্যদিকে বিএনপিসহ কয়েকটি দল এর বিরোধিতা করে আসছে।

শুক্রবার ঢাকার মিরপুরে বিএনপির এক সমাবেশে পিআর পদ্ধতির সমালোচনা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।

সেদিন কক্সবাজার-১ আসনের সাবেক এ সংসদ সদস্য বলেন, “যারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের ‘অসৎ উদ্দেশ্য আছে’।

দেশের মানুষ ‘পিআর পদ্ধতি নির্বাচন বোঝে না’ বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

আরও পড়ুনঃ  চাঁদপুর ও খুলনার ঘটনা নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

তার এ মন্তব্যের দিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নাম না বললাম। তিনি নাকি আবার সংস্কার বোঝেন না।

“কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী এবং পিআর না বোঝা ব্যক্তিদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।”

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “নোবেলের আশায় সেইফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। প্রকৃতি, পরিবেশ ও কক্সবাজারকে বাঁচাতে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে।”

তিনি বলেন, “সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই। কিন্তু এই নির্বাচন আগের নিয়মে হওয়া যাবে না।”

আরও পড়ুনঃ  ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস

নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বোঝে, কে বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ অগাস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি; জুলাই সনদ আমরা আদায় করবোই।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ