Sunday, July 20, 2025

ফ্ল্যাট থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, এরপর যা ঘটল

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানা-সংলগ্ন সেতুর পাশে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিনুরের স্বামী মাসুদ মিয়া সৌদি প্রবাসী।

পরিবারের সদস্যরা জানান, মাসুদ শাহিনুরের দ্বিতীয় স্বামী। প্রথম সংসারের আট বছরের ছেলে মাঝে মাঝে তার সঙ্গে থাকত। তবে ঘটনার সময় সে বাসায় ছিল না।

আরও পড়ুনঃ  বাবার নাম পরিবর্তন করেও রক্ষা পেলেন না ডালিম

প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে তারা পরিবার ও পুলিশকে খবর দেন। পরে তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে বিছানায় শাহিনুরের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, ধারণা করা হচ্ছে দুই দিন আগে খুন হয়েছেন শাহিনুর। লাশে পচন ধরেছে। হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে হত্যা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুনঃ  দিনে স্কুলশিক্ষক, রাতে ভয়ংকর ডাকাত

শনিবার সকালে সিআইডির বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ