Sunday, July 20, 2025

পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

আরও পড়ুন

পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক ভারতীয় সেনা। শুক্রবার (১৮ জুলাই) রাতে গুজরাটের কচ্ছ জেলায় এই ঘটনা ঘটে। পরে শনিবার (১৯ জুলাই) সকালে অভিযুক্ত দিলীপ ডাংচিয়া আঞ্জার থানায় এসে অপরাধ স্বীকার করে। ওই থানাতেই ভুক্তভোগীর পোস্টিং ছিল।

এনডিটিভি বলছে, ভুক্তভোগীর নাম অরুণাবেন নাটুভাই যাদব। তিনি কচ্ছের আঞ্জার থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ২৫ বছর বয়সী অরুণাবেন এবং দিলীপের মধ্যে আঞ্জারে তাদের বাড়িতে ঝগড়া হয়। তখন অরুণাবেন দিলীপের মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে। এক পর্যায়ে দিলীপ রাগে অরুণাবেনকে শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও

দিলীপ ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। অরুণার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার। পুলিশের তথ্যমতে, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে অরুণাবেন এবং দিলীপের মধ্যে পরিচয় হয়। তখন থেকেই তারা একসাথে বসবাস করতেন। সম্প্রতি তারা দুজনেই বিয়ে করার পরিকল্পনা করছিলেন। বর্তমানে বিষয়টি পুলিশ তদন্ত করছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ