শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সকালে নড়িয়া পৌরসভার মাদবরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় জনসাধারণ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র, বিএনপি এবং পুলিশ জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে নড়িয়া উপজেলা বিএনপির একটি অংশ দুপুরে ওই এলাকায় একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। কিন্তু সমাবেশ শুরুর আগেই দু’দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিস্ফোরিত ককটেলের কিছু আলামত সংগ্রহ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানায়। এছাড়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।