Sunday, July 20, 2025

‘জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর জন্মদাতা’, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর ‘পিতা’ ও ‘জন্মদাতা’ হিসেবে অভিহিত করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। তার দেওয়া বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর আগে ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন কামরুল হুদা।

দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চবিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কামরুল হুদা জামায়াতকে নিয়ে ওই মন্তব্য করেন। এরপর রাতেই তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চাই: ফয়জুল করীম

ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপির নেতা কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছেন?’ তখন নেতা-কর্মীরা বলেন, ‘জিয়াউর রহমান।’ এরপর কামরুল হুদা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর পিতা, জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছেন। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা পদদলিত করছেন। জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন। দেশনেতাকে (তারেক রহমান) নিয়ে তারা কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছেন। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।’

আরও পড়ুনঃ  যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

জানতে চাইলে কামরুল হুদা বলেন, স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেন। জামায়াতের প্রতিষ্ঠা হয় ১৯৪১ সালে, জিয়াউর রহমান জামায়াতকে ১৯৭৮ সালে আবার রাজনীতি করার সুযোগ দেন। এ জন্য জিয়াউর রহমান জামায়াতের পুনর্জন্মদাতা বলেছেন। আওয়ামী লীগকেও পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ জন্যই তাঁকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। কিন্তু জামায়াত তখনো বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এখনো করছে।

আরও পড়ুনঃ  ‘হাসিনা খারাপ, আ.লীগ খারাপ না’ বক্তব্যে তোপের মুখে বিএনপি নেতা ফজলু

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কামরুল হুদা বলেছিলেন, ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত।’ তাঁর ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। কারণ, উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ